IQNA

মিলাদ টাওয়ার থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর দপ্তরের চাঁদ দেখা বিভাগের প্রতিনিধি গত বৃহস্পতিবার বিকালে মিলাদ টাওয়ারের চুড়ায় উঠে শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, মিলাদ টাওয়ারটি তেহরান টাওয়ার নামেও পরিচিত। এটি একটি বহুতলবিশিষ্ট টাওয়ার। উঁচু টাওয়ারগুলোর মধ্যে এটি ষষ্ঠ। মুক্ত স্থাপত্যের উঁচু ভবনগুলোর মধ্যে এটি ১৭তম। এটি ইরানের রাজধানী তেহরানের কারাব শহর এবং গিসা জেলার মধ্যে অবস্থিত। টাওয়ারটি ১২ তলা এবং এর মাথায় রয়েছে বল আকৃতির স্থাপত্য।এর ছাদ ৩১৫ মি উঁচু। টাওয়ারটি "ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কনভেনশন সেন্টার অফ ইরানের" একটি অংশ। এতে একটি পাঁচ তারকা হোটেলও রয়েছে। এছাড়া আছে একটি কনভেনশন সেন্টার, একটি আইটি পার্ক এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
captcha