IQNA

তুরস্কের পক্ষ থেকে;

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের ২ হাজার পাণ্ডুলিপি বিতরণ

11:01 - June 16, 2018
সংবাদ: 2605996
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্ট পবিত্র রমজান মাসের ২৬ তারিখ হতে ২৮শে রমজান পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের মুসলমানদের মধ্যে ‌১২ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: ‌১২ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২ হাজার পাণ্ডুলিপি আফগানিস্তান, কাজাখিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, শ্রীলঙ্কা, সিরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কেনিয়া, মালাউই, কসোভো, হাইতি, ম্যাসেডোনিয়া এবং দক্ষিণ আমেরিকায় বিতরণ করেছে।
তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্টের পক্ষ থেকে "কুরআন আমার উপহার" পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
উক্ত ইন্সটিটিউটের প্রধান বলেছেন, "কুরআন আমার উপহার" পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ভাষায় অনুদিত ৫০টিও বেশী দেশে মুসলমানদের মাঝে পবিত্র কুরআনের ৬ লাখ ৮৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
iqna

 

captcha