IQNA

টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত!

22:50 - June 17, 2018
সংবাদ: 2606004
আন্তর্জাতিক ডেস্কল: তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন।

 
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের কুনার প্রদেশে গত বৃহস্পতিবার এ হামলা হয় বলে মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

শুক্রবার মোল্লা ফাজলুল্লাহর নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে টেলিফোন করেন।

২০০৯ সাল থেকে ফাজলুল্লাহ আফগানিস্তানে অনেকটা আত্মগোপনে ছিলেন এবং ২০১৪ সালেও একবার বিমান হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা জানান, গত বুধবার মোল্লা ফাজলুল্লাহর ওপর ড্রোন হামলা হয়। তবে হামলায় সে মারা গেছেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেন নি। অবশ্য, আমেরিকার সরকারি রেডিও ‘ভয়েস অব আমেরিকা’ থেকে ফাজলুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, বুধবার রাতে একটি নৈশভোজে যোগ দিয়ে সেখান থেকে বের হওয়ার পরপরই ড্রোন হামলার শিকার হয় মোল্লা ফাজলুল্লাহ।

captcha