IQNA

'ক্ষেপণাস্ত্রের ভয়ে ইরানে হামলার চিন্তাও করছে না শত্রুরা'

17:14 - June 29, 2018
1
সংবাদ: 2606090
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, মার্কিন সরকার ও তার দোসররা ইরান-বিরোধী নানা ষড়যন্ত্র করছে, কিন্তু ইরানিদের প্রতিরোধ ও সম্মানের দূর্গগুলোয় আঘাত হানার চেষ্টা কখনও সফল হবে না।

 
বার্তা সংস্থা ইকনা: ক্ষেপণাস্ত্র ও বিজ্ঞান খাতসহ নানা বিষয়ে ইরানের শক্তিমত্তার কারণেই শত্রুরা ইসলামী এই দেশটির ওপর ক্ষেপে আছে বলে তিনি জানান।

তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি আজ এসব কথা বলেছেন।

হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো প্রসঙ্গে বলেছেন, এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি জাতি কখনও শত্রুদের ষড়যন্ত্রের কাছে নতজানু হবে না।

ইরান বিপুল সংখ্যক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেই শত্রুরা এখন ইসলামী এই রাষ্ট্রে হামলার কথা চিন্তাও করছে না বলে বিশিষ্ট এই ইরানি আলেম মন্তব্য করেন।

তিনি আরও বলেছেন, ইরান দায়েশ বা আইএসআইএলসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করায় বিশ্ব নিরাপদ হয়েছে, কিন্তু শত্রুরা এই সাফল্যকে বানচাল করতে চায়।

iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
kjgtevol
0
0
20
captcha