IQNA

মিশরে হিফজুল কুরআনের ১০টি মাদ্রাসা নির্মাণ করা হবে

9:42 - July 28, 2018
সংবাদ: 2606322
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল আকসার প্রদেশ এনডাওমেন্ট অফিস ঘোষণা করেছে, মিশরের বিভিন্ন শহরে ১০টি হিফজুল কুরআন মাদ্রাসা নির্মাণ করা হবে।

মিশরে হিফজুল কুরআনের ১০টি মাদ্রাসা নির্মাণ করা হবে 

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল আকসার প্রদেশ এনডাওমেন্টে মহাপরিচালক আব্দুল দায়িম বলেছেন: মিশরের আল কাসের প্রদেশ এনডাওমেন্টের পক্ষ থেকে হিফজুল কুরআনের ১০টি নতুন মাদ্রাসা নির্মাণ করা হবে। এসকল মাদ্রাসা আলেমগণ এবং কুরআনের শিক্ষকগণ পরিচালনা করবেন।

তিনি আরও বলেন: এসকল মাদ্রাসায় শিক্ষার্থীরা বিনামূল্য কুরআনিক শিক্ষা অর্জন করতে পারবে।

আব্দুল দায়িম বলেন: হিফজুল কুরআনের ১০টি মাদ্রাসা আল আকসার প্রদেশের "আসনা", "তুদ", "আর্মেণ্ট", "জিনিয়া", "কোর্ণ" এবং "ইসফুন" শহরে নির্মাণ করা হবে।

iqna

 

 

captcha