IQNA

হিমালয় পর্বতে "ইয়া হুসাইন" পতাকা + ক্লিপ

23:59 - July 29, 2018
সংবাদ: 2606334
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালতিস্তানের পর্বতারোহী "মুহাম্মাদ আলী সাদপারা" অক্সিজেন ক্যাপসুল ব্যবহার না করেই হিমালয় পর্বতমালার চুড়ায় আরোহণ করে یا حسین(ع) [ইয়া হুসাইন (আ.)] পতাকা উড্ডয়ন করেছেন।

হিমালয় পর্বতে
বার্তা সংস্থা ইকনা: এভারেস্টের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর হচ্ছে K2। এই পর্বতমালাটি পাকিস্তান ও চীনের মধ্যে সীমান্তে অবস্থিত। এই উচ্চতা ৮৬১১ মিটার। পাহাড়ে আরোহণের জন্য এটি পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন পথ। K2তে উঠার সময় এ পর্যন্ত অনেকেই মারা গিয়েছেন। এই পথে যেসকল পর্বতারোহী পর্বতে উঠেছেন তার মধ্যে এক চতুর্থাংশ পর্বতারোহী পর্বতে উঠতে সক্ষম হয়েছেন।
পাকিস্তানের বালতিস্তানের পর্বতারোহী "মুহাম্মাদ আলী সাদপারা" সম্প্রতি K2তে অক্সিজেন ক্যাপসুল ছাড়াই "ইয়া হুসাইন (আ.)" লিখিত পতাকা নিয়ে উঠেছেন এবং সেখানে এই পতাকা উড্ডয়ন করেছেন।
তিনি সিদ্ধান্ত নিয়েছেন একইভাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করে মহাবিশ্বের সর্বোচ্চ শিখরে "ইয়া হুসাইন (আ.)" লিখিত পতাকা স্থাপন করবেন।
মুহাম্মাদ আলী সাদপারা বলেন: "কারবালার ঘটনা প্রচারের জন্য আলেমগণ নিজেদের পন্থায় সেবা করে যাচ্ছেন। কিন্তু আমি এই কাজের জন্য কঠিন পথ অতিক্রম করব। যখন পর্বতের চুড়ায় পৌঁছবো মহান আল্লাহর দরবারে দুই রাকাত শোকরের নামাজ আদায় করবো এবং পাকিস্তানের পতাকার পাশাপাশি হযরত আব্বাস (আ.)এর পতাকা স্থাপন করবো।
তিনি বলেন: পাহারে উঠার সময় অনেক বিদেশী পর্বতারোহী জিজ্ঞাসা করেন এটা কোন জায়গার পতাকা? আমি তাদেরকে বলি: এটি কারবালার পতাকা। বাতিলের বিরুদ্ধে হক্বের কিয়ামের পতাকা। শত্রুরা এই পতাকা ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এই পতাকা ধরে রাখার জন্য কারবালার আলামদার [হযরত আব্বাস (আ.)] এবং ইমাম হুসাইন (আ.)এর সঙ্গীগণ নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এবং সত্যের পথ থেকে পিছুপা হননি।
iqna

 

captcha