IQNA

পোলিশ ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ

15:00 - July 30, 2018
সংবাদ: 2606340
আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের ইসলামী ইউনিয়ন গতকাল (২৯শে জুলাই) ঘোষণা করেছে, ডিসেম্বর মাসের মদ্যে পোলিশ ভাষায় পবিত্র কুরআন অনুবাদ এবং প্রিন্ট করা হবে।

একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন:

 

বার্তা সংস্থা ইকনা: নতুনভাবে পোলিশ ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করতে তিন বছর সময় লেগেছে। পণ্ডিত এবং মুসলিম বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পোলিশ ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করা হচ্ছে।

পোল্যান্ডের ইসলামী ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারেই ৫ হাজার খণ্ড প্রিন্ট হওয়ার কথা রয়েছে। পোলিশ ভাষায় পবিত্র কুরআন প্রিন্ট হওয়ার পর উক্ত ইউনিয়নের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে।

বর্তমানে পোল্যান্ডে পবিত্র কুরআনের দুটি অনুবাদ রয়েছে। পোলিশ ভাষায় ১৮৫৮ সালে প্রথম অনুবাদ এবং ১৯৮৬ সালে দ্বিতীয় অনুবাদ প্রকাশিত হয়। উভয় অনুবাদের সম্পাদনা করা প্রয়োজন রয়েছে; একথা বিবেচনা করে পোল্যান্ডের ইসলামী ইউনিয়ন নতুনভাবে পোলিশ ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করার পরিকল্পনা গ্রহণ করে।

iqna

 

 

 

captcha