IQNA

ডলার চোরাচালানের জন্য পবিত্র কুরআনের অপব্যবহার

9:06 - July 31, 2018
সংবাদ: 2606341
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিস্তানের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সালমানিয়া এয়ারপোর্টে পবিত্র কুরআনের পাণ্ডুলিপির মধ্য থেকে হাজার হাজার ডলার উদ্ধার করা হয়েছে। ইরাকের সালাফিদের সাহায্য করার জন্য এসকল ডলার সৌদি আরব প্রেরণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: একটি নিরাপত্তা উৎস এ ব্যাপারে বলেছে, ইরাকের সালমানিয়া এয়ারপোর্টে থেক আসায়েশ (ইরাকের একটি নিরাপত্তা সংস্থা) বাহিনী সৌদি আরব থেকে আসা ডাক আইটেম তদন্ত করে হাজার হাজার ডলার উদ্ধার করে। এসকল ডলার ইরাকের সালাফি গোষ্ঠীর সাহায্যার্থে সৌদি আরব থেকে অবৈধভাবে প্রেরণ করা হয়েছে।
এই ডাক প্যাকেজের পবিত্র কুরআনের পাণ্ডুলিপির মধ্যে আদালাভাবে জায়গা করে হাজার হাজার ডলার রাখা হয়েছিল।
এসকল ডলার অবৈধভাবে জেদ্দা থেকে ইরাকের কুর্দি অঞ্চলের নিবাসী আল-জান্নাহ মসজিদের পেশ ইমাম এবং সালাফিস্ট নেতা মোল্লা আব্দুল লাতিফের জন্য প্রেরণ করা হয়েছে।
এর পূর্বেও সৌদি আরব পবিত্র কুরআনের অবমাননা করে এধরণের কাজ করেছে। এর পূর্বেও সৌদি আরব থেকে ইরাকের সালমানিয়া এয়ারপোর্টে বেশ কয়েকবার পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রেরণ করা হয়েছে। পবিত্র কুরআনের সম্মানার্থে ইরাকের নিরাপত্তা বাহিনী আসায়েশ ডাক প্যাকেজগুলো সঠিকভাবে পরিদর্শন করেনি। কারণ তারা কখনোই চিন্তা করেনি যে, সৌদি আরব ইরাকের কুর্দিস্তানের চরমন্থীদের সাহায্য করার জন্য এভাবে পবিত্র কুরআনের অপব্যবহার করতে পারে।
iqna

 

captcha