IQNA

কেনিয়ায়;

লুইয়া ভাষায় অনুবাদ হল পবিত্র কুরআন

12:59 - July 31, 2018
সংবাদ: 2606342
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকান উপজাতি "লুইয়া" গোত্রের নিজস্ব ভাষায় প্রথমবারের মতো পবিত্র কুরআন অনুবাদ করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আলেম ও শিক্ষকদের প্রচেষ্টায় প্রথমবারের মতো লুইয়া গোত্রের স্থানীয় ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করা হয়েছে। চলতি বছরের মধ্যে লুইয়া ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রিন্ট ও প্রকাশ করে এই ভাষীদের হাতে তুলে দেওয়া হবে।
সুইডেনের পাবলিক ইন্সটিটিউট "সিরাতে হযরত মুহাম্মাদ (সা.)" লুইয়া ভাষায় কুরআন অনুবাদ ও প্রিন্টের দায়িত্ব গ্রহণ করেছে।
কেনিয়ায় লুইয়া উপজাতির দীর্ঘ ইতিহাস রয়েছে। এই জাতী সেদেশের পশ্চিমাঞ্চলে বসবাস করে।
কেনিয়ায় প্রায় ৮০ লাখ জনগণ লুইয়া ভাষায় কথা বলে। সেদেশে তিনটি বৃহত্তম উপজাতির মধ্যে এটি একটি।
iqna

 

captcha