IQNA

নামাযে একাগ্রতা বজায় রাখার উপায় কি?

0:01 - August 08, 2018
সংবাদ: 2606404
নামায কবুলের অন্যতম শর্ত হচ্ছে নামায মনোযোগ ও একাগ্রতার সাথে সম্পন্ন হওয়া। আর মনোযোগের বিষয়টি নামাজির মন-অন্তর ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হয়।


বার্তা সংস্থা ইকনা: এমন উদ্বেগ নিরসনের সর্বোত্তম উপায় হচ্ছে যখন নামায আদায় করা হবে, তখন অনুধাবন করতে হবে যে, নামাযটি কি গভীর ও একাগ্রতার সাথে সম্পন্ন হচ্ছে কিনা; যদি এটা নিশ্চিত হওয়া যায় যে, নামায যথাযথ মনোযোগ ও গভীর একাগ্রতার সাথে আদায় হচ্ছে- তাহলে মনে করতে হবে যে, নামায নিয়ম মাফিকভাবেই সম্পন্ন হচ্ছে।

নামায কবুলের অন্যতম শর্ত হচ্ছে নামায মনোযোগ ও একাগ্রতার সাথে সম্পন্ন হওয়া। আর মনোযোগের বিষয়টি নামাজির মন-অন্তর ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হয়। যদি কেউ গভীর মনোযোগের সাথে নামায আদায় করে, তাহলে তার আত্মিক একাগ্রতা ও শারীরিক স্থিতিশীলতা সে বিষয়ের প্রতি ইঙ্গিত করবে। এ সম্পর্কে আমিরুল মু'মিনিন একটি হাদীসে বর্ণনা করেছেন যে, একদা জনৈক ব্যক্তি নামাযরত অবস্থাতে নিজের দাড়িতে বারংবার হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল। এ অবস্থা দেখে রাসূল (সা.) বলেন যে, যদি এ ব্যক্তির মন ও অন্তর নামাযের মধ্যে আবদ্ধ থাকত, তাহলে তার অঙ্গ-প্রত্যঙ্গেও তা প্রকাশিত হত। অর্থাৎ সে এভাবে হাত দিয়ে দাড়ি নড়াচড়া করত না। মোটকথা হচ্ছে যদি কারও নামাযে একাগ্রতা ও বিনম্রতা পরিলক্ষিত হয়, তাহলে তার মন ও শরীর উভয়ই একাগ্র ও বিনম্র থাকবে।

 

captcha