IQNA

ইমাম মাহদীর (আ.) বাহ্যিক বৈশিষ্ট্য

12:04 - August 12, 2018
সংবাদ: 2606440
ইমাম মাহদী (আ.) সম্পর্কে জানার আগ্রহ এবং এ সম্পর্কে জল্পনা ও কল্পনার কোন অন্ত নেই। তিনি যখন আবির্ভূত হবেন তখন দেখতে কেমন হবেন কিংবা তাকে কিভাবে চেনা সম্ভব; এমন অনেক প্রশ্ন প্রায়ই শোনা যায়। এখন আমরা হাদীসের দৃষ্টিতে ইমাম মাহদীর (আ.) বাহ্যিক বৈশিষ্ট্য অথবা তাকে চেনার উপায় জেনে নিব।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.) হলেন রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের সর্বশেষ সদস্য। সকল মুসলমানরা শিয়া ও সুন্নী উভয়ই ইমাম মাহদীর (আ.) প্রতি আকিদাপোষণ করেন। কিন্তু এক্ষেত্রে পার্থক্য হচ্ছে শিয়া মাযহাবের অনুসারীরা বিশ্বাস করে যে, তিনি হলেন রাসূলের (সা.) এগারতম বংশধর তথা একাদশতম মাসুম ইমাম অর্থাৎ ইমাম হাসান আসকারীর (আ.) সন্তান এবং ২৫৫ হিজরীর ১৫ই শাবান তার জন্ম হয়েছে এবং তার মাতার নাম নার্জিস খাতুন। তিনি মাত্র ৫ বছর বয়সে আল্লাহর নির্দেশে লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং আবার যখন আল্লাহর নির্দেশ আসবে এ পৃথিবীতে আবির্ভূত হবেন। আর এ আকিদা ইতিহাস ও বাস্তবতার সাথে সাযুজ্যপুর্ণ।

কিন্তু সুন্নী মাযহাবের অনুসারীরা দাবি করেন যে, ইমাম মাহদীর এখনও জন্ম হয় নি এবং তিনি শেষ জামানায় জন্মগ্রহণ করবেন।

যাই হোক আমরা এখন ৮ম ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) থেকে একটি হাদীসের মাধ্যমে জেনে নিব যে, ইমাম মাহদী (আ.) যখন আবির্ভূত হবেন তখন তার বাহ্যিক চেহারা কেমন হবে।

ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) বলেন:

«علامَتُهُ أَن يَكوُنَ شَيخَ السِّنِّ شَابَّ المَنظَرِ حتّي أَنَّ النّاظِرَ اِلَيهِ يَحسَبُهُ اِبنَ اَربعينَ سنةً».

অর্থাৎ ইমাম মাহদীর চেনার অন্যতম উপায় হচ্ছে তিনি যখন আবির্ভূত হবেন, তখন বয়স্ক হওয়া সত্বেও তাকে যুবক দেখাবে। তাকে চল্লিশ বছরের পুরুষদের ন্যায় দেখাবে। শাবিস্তান

captcha