IQNA

নতুন মসজিদ নির্মাণ করা হবে না: ইতালি

12:59 - August 13, 2018
সংবাদ: 2606454
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু সালভিনি টুইটারে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: আমরা ইতালিতে আর কোন নতুন মসজিদ নির্মাণ করার না।


বার্তা সংস্থা ইকনা: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু সালভিনি বলেছেন: এখন থেকে ইতালিতে মসজিদ নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে না।
তিনি বলেন: মসজিদ নির্মাণের ফলে ইতালির জনগণ ক্ষুব্ধ হয়ে পরেছে।
জরিপ অনুযায়ী, বর্তমানে ইতালিতে মুসলমানদের ইবাদতের জন্য ৭০০টি স্থান রয়েছে। তবে এরমধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মাত্র ৬টি মসজিদ রয়েছে। সেদেশের অধিকাংশ মুসলমান অস্থায়ী স্থানে জামাত সহকারে নামাজ আদায় করেন।
উল্লেখ্য, বর্তমানে ইতালিতে ১০ লাখ ৬১৩ জন মুসলিম নাগরিক রয়েছে। এর মধ্যে মাত্র ১৫০ জন ইতালির স্থানীয় বাসিন্দা এবং বাকীরা অভিবাসী।
iqna

 

captcha