IQNA

দায়েশের হাত থেকে ইযাদির ৫ বন্দির মুক্তি

19:01 - August 14, 2018
সংবাদ: 2606462
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দোহোক শহরের অপহরণ রেসকিউ বিভাগ আজ (১৪ই আগস্ট) ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইযাদির ৫ বন্দীকে মুক্ত করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা ২০১৪ সালে ইযাদির এই ৫ জনকে বন্দী করেছিল।

ইরাকের দোহোক শহরের অপহরণ রেসকিউ বিভাগের প্রধান হুসাইন আল-কায়িদী এক সংবাদ সম্মেলনে বলেন: ইরাকের সাঞ্জার শহরের ৫ জন ইযাদিকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৪ সালে বন্দি করেছিল। এক নারী ও তার ৪ সন্তান দীর্ঘ ৪ বছর দায়েশের হাতে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে।

অপহরণ রেসকিউ বিভাগের চেষ্টায় সিরিয়ায় এই পাঁচ জনকে দায়েশের হাত থেকে ছাড়ানো হয়েছে। বর্তমানে এই পাঁচ জনকে সিরিয়া থেকে ইরাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

iqna

 

captcha