IQNA

ফলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফল ক্রয় বয়কট করে প্রচারাভিযান

23:35 - September 06, 2018
সংবাদ: 2606641
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের নাগরিকগণ ফলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে "খারাপ হতে দাও" শিরোনামে ক্যাম্পেইন চালু করার মাধ্যমে তাদের প্রতিবাদকে কর্তৃপক্ষের নিকটে পৌঁছে দিয়েছে।

ফলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফল ক্রয় বয়কট করে প্রচারাভিযান
বার্তা সংস্থা ইকনা: "খারাপ হতে দাও" ক্যাম্পেইনটি মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মিশরের জনগণ চালু করেছে।
মিশরের জনগণ এই ক্যাম্পেইনকে সফল করার জন্য সাইবার স্পেসে ১ম থেকে ৯ম সেপ্টেম্বর ফল না কেনার জন্য একে অপরের প্রতি আহ্বান জানিয়েছেন। ফলের বাজারের ব্যবসায়ী ও এজেন্টদের (যাদের কারণে ফলের মূল্য বৃদ্ধি পাচ্ছে) চাপ প্রয়োগ করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোশ্যাল নেটওয়ার্কগুলোতে বিশেষ করে ফেসবুক ও টুইটারে মিশরের হাজার হাজার জনতা এই ক্যাম্পেইনে যোগ দিয়েছে।
বলাবাহুল্য, মিশরে বিগত কয়েক বছরে ফলের দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আর এজন্য মিশরের জনগণ সামাজিক নেটওয়ার্কে ক্যাম্পেইনের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে।
iqna

 

captcha