IQNA

প্রতীক্ষাকারীদের জন্য ইমাম হাসান আসকারীর শিক্ষা

10:56 - September 12, 2018
সংবাদ: 2606694
ইমাম হাসান আসকারী শিয়াদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছিলেন যে, ইমাম মাহদী যখন অন্তর্ধানে থাকবেন তখন শিয়ারা যেন নির্ভরযোগ্য আলেমদের সাথে যোগাযোগ রাখে।

প্রতীক্ষাকারীদের জন্য ইমাম হাসান আসকারীর শিক্ষা


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হাদি(আ.)এর সময় থেকে শিয়াদের উপর চাপ আরও বেড়ে যায় এবং অত্যাচারী আব্বাসীয়রা ইমাম হাদি ও ইমাম আসকারীর উপর চাপ বৃদ্ধি করে। সে কারণে ইমামগণ নায়েবদের মাধ্যমে শিয়াদের সাথে যোগাযোগ রাখতেন। আর এভাবে শিয়াদেরকে বুঝিয়ে দেন যে ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে তারা যেন ইমাম মাহদীর নায়েবের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করেন।

ইমাম হাসান আসাকারী(আ.) বলেছেন: «مَن كانَ مِن الفُقَهاءِ صائنا لنفسِهِ حافِظا لِدينِهِ مُخالِفا على هَواهُ مُطِيعا لأمرِ مَولاهُ فلِلعَوامِّ أن يُقَلِّدُوهُ ؛ আমাদের শিয়া ফকীহ ও বিজ্ঞদের মধ্যে যারা নফসকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর নির্দেশ পালন করে তোমরা তাদের তাকলিদ করবে।

ইমাম মাহদী(আ.) বলেছেন: «وَ أَمَّا الْحَوَادِثُ الْوَاقِعَةُ فَارْجِعُوا فِیهَا إِلَی رُوَاةِ حَدِیثِنَا فَإِنَّهُمْ حُجَّتِی عَلَیْکُمْ وَ أَنَا حُجَّةُ اللَّهِ؛ আমার অন্তর্ধানের যুগে তোমরা কোন সমস্যায় পড়লে ফকীহদের শরণাপন্ন হবে। কেননা তারা তোমাদের হুজ্জাত আর আমি তোমাদের হুজ্জাত ।

captcha