IQNA

সুদান ও তুরস্কের মধ্যে কৃষি ও পেট্রোলিয়াম চুক্তি

11:03 - September 12, 2018
সংবাদ: 2606695
আন্তর্জাতিক ডেস্ক: সুদান ও তুরস্কের মধ্যে কৃষি ও তেল নিষ্কাশনের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের কৃষি মন্ত্রণালয় গতকাল (১১ই সেপ্টেম্বর) ঘোষণা করেছে:
সুদানের তেল উত্তোলনের ক্ষেত্রে তুরস্ক ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে।
এছাড়াও এই মন্ত্রণালয় কৃষি ক্ষেত্রে অপর একটি চুক্তিপত্র স্বাক্ষরের বিষয়ে বলেছে: নতুন এই চুক্তি অনুযায়ী তুরস্কের কোম্পানিসমূহ এখন থেকে সুদানের কৃষি জমিতে বিনিয়োগ করতে পারবে।
তুর্কির কৃষি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তুরস্কের কোম্পানিসমূহ সুদানের ৭৮০৫০০ হেক্টর জমিতে বিনিয়োগ করতে পারবে।
উল্লেখ্য, সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সুদান সফরে এই দুই দেশের পারস্পারিক সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
iqna

 

captcha