IQNA

প্যারিসে ইরানি দূতাবাসে হামলা

0:00 - September 16, 2018
সংবাদ: 2606731
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ইরাকে তৎপর কুর্দি সন্ত্রাসীদের ওপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দুর্বৃত্তরা ইরানি দূতাবাসে এ হামলা চালালো।

সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় ইরান, রুশ ও তুরস্কের যৌথ বিবৃতি
বার্তা সংস্থা ইকনা: হামলাকারীরা ইরানের পতাকাকে অসম্মান করে এবং দূতাবাস ভবনে পাথরসহ নানা ধরনের বস্তু ছুঁড়ে মারে। এতে ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম দুর্বৃত্তদেরকে ইরানের কুর্দিস্তান কোমালা পার্টির সমর্থক বলে চিহ্নিত করেছে। এ সন্ত্রাসী গোষ্ঠী ইরাকে অবস্থান করে গত কয়েক দশক ধরে ইরান-বিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছে।

প্যারিস দূতাবাসে হামলার বিষয়ে ইরান অথবা ফ্রান্সের কর্মকর্তারা কোনো মন্তব্য করেন নি।

গত শনিবার আইআরজিসি নিশ্চিত করেছিল যে, তারা সাতটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাক সীমান্তের ভেতরে কুর্দি সন্ত্রাসী কমান্ডারদের এক সমাবেশ হামলা চালিয়েছে। আইআরজিসি এও বলেছিল, ইরাকে অবস্থানরত কুর্দি সন্ত্রাসীদের সব ধরনের চলাচলের ওপর গভীর নজর রাখা হয়।

iqna

captcha