IQNA

লন্ডনে জনপ্রিয় নাম মুহাম্মদ

22:22 - September 24, 2018
সংবাদ: 2606792
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘকাল থেকে ভারতবর্ষের মুসলমানদের নামের শুরুতে মুহাম্মদ (পূর্ণ কিংবা সংক্ষিপ্ত আকারে) লেখার রীতি চালু রয়েছে। নামের শুরুতে মুহাম্মদ লেখা ধর্মীয় কোনো বিধান নয়। উপমহাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নামের আগে মুহাম্মাদ লেখার প্রচলন সাধারণত দেখা যায় না। অন্য দেশগুলোতে মুহাম্মদ ব্যবহৃত হয় একটি স্বতন্ত্র নাম হিসেবে।



বার্তা সংস্থা ইকনা: কিন্তু মুহাম্মাদ নাম রাখার প্রবণতা শুধু মুসলিম বিশ্বে নয়, পশ্চিমা বিশ্বেও নবজাতকের নাম মুহাম্মদ রাখার প্রচলন ক্রমেই বেড়ে চলছে।
ব্রিটিশ পরিসংখ্যান অফিস ঘোষণা করেছে, লন্ডনে শিশুদের প্রিয় নাম হিসেবে মুহাম্মাদ নামটি দশম স্থানে অবস্থান করছে।
ব্রিটেনে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে অলিভার এবং হ্যারি। এছাড়াও মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে অলিভিয়া এবং অ্যামিলিয়া।
২০১৭ সালের শ্রেষ্ঠ একশত নতুন নামের মধ্যে ছেলেদের জন্য হান্টার ও রালফ এবং মেয়েদের জন্য উরালা, ইডিস, বোনি, লাইলা এবং হেলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই বছরে প্রায় ৬৩ হাজার শিশুদের ব্যতিক্রম প্রকৃতির সুন্দর নাম রাখা হয়েছে।
ব্রিটেনে শিশুদের প্রিয় নাম হিসেবে মুহাম্মাদ নামটি দশম স্থানে রয়েছে। এই নামটি পশ্চিম মিডল্যান্ডস এবং ইয়র্কশায়ারের সবচেয়ে অধিক জনপ্রিয়।
স্কটল্যান্ডে অলিভিয়া ও জ্যাক এবং উত্তর আয়ারল্যান্ডে এমিলি ও জেমস শিশুদের সবচেয়ে পছন্দের নাম।
মুহাম্মদ অর্থ প্রশংসিত। পবিত্র কুরআনে চার বার এ নামটি এসেছে। (সুরা আলে ইমরান-১৪৪, সুরা আহজাব-৪০, সুরা মুহাম্মদ-২ ও সুরা আল ফাতাহ এর ২৯ নং আয়াত।)

iqna

 

captcha