IQNA

দেশে সমাধানের অযোগ্য কোনো সমস্যা নেই: ইরানের সর্বোচ্চ নেতা

22:49 - October 11, 2018
সংবাদ: 2606960
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। তিনি গতরাতে ইরানের প্রেসিডেন্ট, সংসদ স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

 
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশে সমাধানের অযোগ্য কোন সমস্যা নেই। জনগণ ও সরকার অবশ্যই পারস্পরিক সহযোগিতা ও দৃঢ়তার মাধ্যমে এসব সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে।

বর্তমানে দেশে বিদ্যমান অর্থনৈতিক সমস্যাকে তিনি দুই ভাগে বিভক্ত করে বলেন, কিছু সমস্যার জন্য দেশের অভ্যন্তরীণ বিষয় ও অর্থনৈতিক কাঠামো দায়ী। এর বাইরে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে আমেরিকার পাশবিক নিষেধাজ্ঞার কারণে। এ অবস্থায় সমস্যা সমাধানে বিজ্ঞচিত উপায় বের করতে হবে যাতে জনজীবনে স্থায়ী স্বস্তি আসে এবং শত্রুরা হতাশ হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে জ্ঞানী-গুণীদের দায়িত্ব আগের চেয়ে বেড়েছে বলে তিনি জানান।

iqna

captcha