IQNA

কানাডায় মুসলিম হত্যার রায়ের স্থগিতাদেশ

23:48 - October 22, 2018
সংবাদ: 2607081
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ক্যুবেক প্রদেশের একটি মসজিদে ছয়জন মুসলমানকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তির বিচারকার্য আগামী বছরের প্রথমদিক পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত।

পরমাণু অস্ত্র-চুক্তি বাতিল করলে ব্যবস্থা নেবে রাশিয়া: মস্কোবার্তা সংস্থা ইকনা: ক্যুবেকের আদালত জানায়, কানাডার ক্যুবেক প্রদেশের মসজিদে ছয়জন মুসলমানকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত আলেকজান্ডার বিসননেটের রায়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিক সময়ের প্রয়োজন।

আলেকজান্ডার বিসননেটের বিরুদ্ধে ২০১৭ সালে ক্যুবেক প্রদেশের ইসলামি সাংস্কৃতিক সেন্টারের মসজিদে প্রবেশ করে ৬ ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। মগরিবের নামাজের পর এই হামলা চালানো হয়। এই হামলার ফলে ৬ মুসল্লি নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

বিচারক ফ্রাঙ্কুইস হুটো বলেন: জানুয়ারি মাসে এই রায়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার চেষ্টা করব। আমি এই সিদ্ধান্ত গুরুত্ব জানি এবং এই রায় প্রদানের ক্ষেত্রে আইনি বিবেচনার প্রয়োজন রয়েছে।

কানাডার মুসলমানদের জাতীয় কাউন্সিল (NCCM) এই রায়ের স্থগিতাদেশের বিষয়টি নিহত পরিবারদের জন্য "বিধ্বংসী" বলে ঘোষণা দিয়েছে। এই কাউন্সিল টুইটারে নিজস্ব পেজে লিখেছে, নিহতদের পরিবার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। এই রায়ের স্থগিতদের বিষয়টি নিহত পরিবারের জন্য বিধ্বংসী স্বরূপ। তবে আমরা আশাবাদী এই রায় প্রদানে দেরি হলেও আদালত ন্যায় বিচার করবে।

আলেকজান্ডার বিসননেটের এই কাজকে অ্যাটর্নি জেনারেল ইসলামের বিরুদ্ধে ঘৃণা থাকার কারণে করেছে বলে অভিযোগ করেছে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের আহ্বান জানিয়েছে।

iqna

 

captcha