IQNA

প্রকৃত মুসলমানকে কিভাবে চিনবেন?

9:40 - November 11, 2018
সংবাদ: 2607188
ইসলামি প্রজাতন্ত্র ইরানের খ্যাতনামা ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ বাকের আলাভী তেহরানি বলেছেন যে, একজন প্রকৃত ও ঈমান মুসলিম কখনও গালিগালাজ ও অকথ্য ভাষার মাধ্যমে নিজের মুখ ও ভাষাকে কলুষিত করে না।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ বাকের আলাভী তেহরানি বলেন: পবিত্র ইসলামের শিক্ষা অনুযায়ী গালিগালাজ বা অকথ্য ও অসৌজন্য কথাবার্তা জায়েজ না। আর এ ধরনের ভাষা ব্যবহারকারী ইসলামের দৃষ্টিতে গুনাহ বা পাপকর্ম সম্পন্নকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত। গালিগালাজ কখনও একজন মু’মিন ও ঈমানদার ব্যক্তির ভাষা হতে পারে না। কেননা আমাদের রাসূল (সা.) ছিলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি আরবের কুরাইশ কাফেরদের অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতন স্বত্বেও আদৌ কোন দিন অকথ্য ভাষা প্রয়োগ করেন নি।

তিনি বলেন: একদা জনৈক ব্যক্তি ইমাম হাসান মুজতাবাকে (আ.) উদ্দেশ্য করে গালিগালাজ করে। এমতাবস্থায় ইমাম (আ.) মুচকি হেসে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলেন যে, ভাই তুমি হয়তো মুসাফির; যদি কোন সমস্যাতে থাক, তবে আমি তোমাকে সহায়তা করতে পারি। লোকটি ইমামের এমন মাধুর্যপূর্ণ ব্যবহারে খুশি হয়ে একজন ঈমানদার ব্যক্তিতে পরিণত হয়। সুতরাং কখনও গালিগালাজের জবাব গালিগালাজ দিয়ে দেয়া উচিত নয়। বরং উত্তম ও ভাল আচরণ অনেক সময় একজন বিপথগামী ব্যক্তিকে সুপথে আনতে পারে।

captcha