IQNA

পাকিস্তানি কারাগার থেকে তালেবানের দুই কমান্ডারের মুক্তি

20:39 - November 13, 2018
সংবাদ: 2607215
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি কারাগার থেকে তালেবান সন্ত্রাসী দলের দুই কমান্ডারকে গত রাতে মুক্তি দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের কিছু সূত্র জানিয়েছে, দীর্ঘ দিন যাবত আব্দুস সামাদ ছানি এবং সালাহ উদ্দিন নামে তালেবান সন্ত্রাসী দলের দুই কমান্ডার পাকিস্তানি কারাগারে বন্দি ছিল। এই দুই সন্ত্রাসীকে গত রাতে মুক্তি দেয়া হয়েছে।
আবদুল সামাদ থানা ছানির নাম আমেরিকার কালো তালিকায় রয়েছে। তালেবান শাসনের আমলে তিনি আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিল। সালাহ উদ্দিন তালেবানের নিম্নতর কমান্ডার হিসেবে নিয়োজিত ছিল।
এই দুই সন্ত্রাসী পাকিস্তানি কারাগার থেকে ১২ই নভেম্বর রাতে মুক্তি পেয়েছে।
উল্লেখ্য, এর পূর্বেও পাকিস্তানের কারাগার থেকে তালেবান নেতারা মুক্তি পেয়েছে।

iqna

 

captcha