IQNA

আবুধাবিতে "সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে

23:46 - November 14, 2018
সংবাদ: 2607229
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে "সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আবুধাবিতে বার্তা সংস্থা ইকনা: আবুধাবিতে ১৯ ও ২০শে নভেম্বর "সম্প্রদায়ের নিরাপত্তা জন্য ধর্মীয় জোট; ডিজিটাল বিশ্বে শিশু মর্যাদা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত শীর্ষক সেমিনারে বিভিন্ন ধর্মের ৪৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। সেমিনারে গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জসমূহ পর্যবেক্ষণ করা হবে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে, সমাজকে সমর্থন করার জন্য যৌথ প্রচেষ্টা শক্তিশালীকরণ। বিশেষ করে অনলাইন জালিয়াতি প্রতিরোধ করা।
বিশ্ব শিশু দিবসের সমসময়ে এই সেমিনার আবুধাবির প্রদর্শনী শহরে অনুষ্ঠিত হবে। আল-আজহারের শেইখ আহমদ আল-তাইয়েব, ফিলিস্তিনের বিশপের প্রধান প্রথম বেথলেহেম এবং পপ তাভাজারুস সহ বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
iqna

 

captcha