IQNA

যে সকল স্থানে দোয়া ফারাজ পড়তে বলা হয়েছে!

15:15 - November 16, 2018
সংবাদ: 2607242
আব্দুল্লাহ হুমারি বলেন, মুহাম্মাদ বিন ওসমান ওমরির কাছে জানতে চাইলাম আপনি ইমাম মাহদীকে কবে দেখেছেন? তিনি বললেন: আমি সর্ব শেষ বার যখন ওনাকে দেখেছি সেটা ছিল কাবা ঘরের পাশে তিনি আল্লাহর কাছে বলছিলেন, «اللّهُمَ أنجِز لی ما وَعَدتَنی؛ হে আল্লাহ আমাদের যে ওয়াদা দিয়েছিলেন তা তাড়াতাড়ি পূর্ণ করুন। সুতরাং কাবা ঘরে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যাদুল মায়াদ গ্রন্থে ইমাম সাদিক(আ.) থেকে আরাফাতের ময়দানে দোয়া করার বিষয়ে বর্ণিত হয়েছে।

ইমাম মাহদী(আ.) সামেররা শহরের যে স্থান থেকে অন্তর্ধানে গিয়েছিলেন সেখানে দোয়া করলে তা কবুল হবে। এ সম্পর্কে জিয়ারতের গ্রন্থসমূহে অনেক দোয়া ও জিয়ারত বর্ণিত হয়েছে।

ইমাম হুসাইনের(আ.) মাজারে দোয়া কবুল হয়। ইমাম সাদিক(আ.) বলেছেন: যখন ইমাম হুসাইনের যিয়ারতে যাতে তখন তাকে সালাম দেয়ার পর বলবে, .أللّهُمَ رَبَّ الحُسَین ِ إشفِ صَدرَ الحُسَینِ.أللّهُمَ رَبُّ الحُسَین اُطلُب بِدَم ِ الحُسَین হে আল্লাহ ইমাম হুসাইনের (আ.) ওসিলায় ইমাম মাহদীর (আ.) আবির্ভাবকে ত্বরান্বিত করুন।

সামেররায় ইমাম নাকি (আ.) ও ইমাম আসকারির(আ.) মাজারে দোয়া কবুল হয়। সেখানে আমরা এই দোয়টি পাঠ করি: أللّهُمَ عَجِّل فَرَجَ وَلیِِّکَ وَ ابنَ وَلیِّکَ وَ اجعَل فَرَجَنا مَعَ فَرَجَهُم یا أرحَمَ الرّاحِمین

captcha