IQNA

সবার জন্য ইমাম মাহদীর (আ.) দোয়া

23:53 - November 17, 2018
সংবাদ: 2607254
ইমাম মাহদী(আ.) তার দোয়া তৌফিকে সবার জন্য দোয়া করেছেন। তিনি প্রথমে বলেছেন: হে আল্লাহ! আমাদেরকে আপনার আনুগত্য করার তৌফিক দান করুন এবং সকল গোনাহ থেকে মুক্ত রাখুন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম পরবর্তীতে আবার দোয়া করেছেন, وَ عَلَى الْأَغْنِيَاءِ بِالتَّوَاضُعِ وَ السَّعَةِ؛ হে আল্লাহ! আমাদের ধনিদেরকে বিনয়ী এবং দানশীল হওয়ার তৌফিক দান করুন।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ان الله فرض فی اموال الاغنیاء اقوات الفقراء و قال الله تعالی المال مالی و الفقراء عیالی و الاغنیاء و کلانی فمن بخل بمالی علی عیالی ادخله النار و لا ابالی؛ মহান আল্লাহ ধনিদের সম্পদের মধ্যে গরিবদের শক্তি ও সাহস লুকিয়াতি রেখেছেন। আল্লাহ বলেছেন: সকল সম্পদের মালিক হচ্ছি আমি আর গরিবরা হচ্ছে আমার পরিবার। অর্থাৎ তাদের ভরন পোষণের দায়িত্ব আমার। আর ধনিরা হচ্ছে আমার উকিল তারা আমার পরিবারের লোকদেরকে সাহায্য করবে।

তিনি আরও বলেছেন: «وَ عَلَى الْأُسَرَاءِ بِالْخَلاصِ وَ الرَّاحَةِ؛ হে আল্লাহ! বন্দিদেরকে খালাসি এবং প্রশান্তি দান করুন।

তিনি আরও বলেছেন: وَ عَلَى الرَّعِيَّةِ بِالْإِنْصَافِ وَ حُسْنِ السِّيرَةِ হে আল্লাহ! প্রজা এবং শ্রমিকদের মধ্যে ইনসাফ ও ভাল আচরণ দান করুন।

ট্যাগ্সসমূহ: ইকনা ، মাহদীআল্লাহ ، আলী ، হযরত
captcha