IQNA

পার্থিব মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

22:33 - November 18, 2018
সংবাদ: 2607263
দুনিয়ারা চাকচিক্য এবং পার্থিব বিষয়াদির প্রতি মোহ মানুষকে একদিকে আল্লাহর রহমত ও বরকত থেকে দূরে সরিয়ে দেয় এবং অপর দিকে নৈতিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের খ্যাতনামা ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ বাকের আলাভী তেহরানি নৈতিকতা ও আখলাক বিষয়ক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: পবিত্র কুরআনের আয়াত এবং হাদীসের দৃষ্টিতে দুনিয়ার চাকচিক্যের কোন মূল্য নেই; বরং তুচ্ছ ও তাচ্ছিল্যের উপযুক্ত বটে। আমরা যদি ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব যে, নবী-রাসূল এবং মাসুস ইমামগণ এমনকি আল্লাহর ওলী-আউলিয়াগণ সব সময় দুনিয়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এবং কখনও পার্থিব বিষয়াদির প্রতি বিন্দুমাত্র মোহাচ্ছন্ন হন নি। কারণ তারা এ ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের পর যে অনন্ত পরকাল রয়েছে, সেদিকেই বেশি গুরুত্বারোপ করেছেন। তাদের দুনিয়ার প্রকৃত অবস্থান জানতেন এবং এ দুনিয়াকে কেবল পরকালের অনন্ত জীবনের সেতু মনে করেছেন। আর এ কারণে তারা দুনিয়া ও পরকালে সফলতা অর্জনে সক্ষম হয়েছেন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের মধ্য দিয়ে চূড়ান্ত শিখরে উপনীত হয়েছেন।

তিনি বলেন: আমিরুল মু’মিনিন আলী (আ.) দুনিয়ার কুৎসিত চেহারার প্রতি ইশারা করে বলেছেন যে, আমার দৃষ্টিতে এ দুনিয়ার চাকচিক্য কোন স্বেতরোগি ব্যক্তির হাতে মৃত শুকুরের একটুকরো হাড্ডির সাথে সমতুল্য। সুতরাং একজন জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি কখনও এমন কুৎসিত বস্তুর প্রতি মোহাচ্ছন্ন হবে না।

captcha