IQNA

দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

21:37 - November 19, 2018
সংবাদ: 2607278
আন্তর্জাতিক ডেস্ক: "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ১৬ই নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।
এই অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণ দশ জনের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাহরাইনের প্রতিনিধি "সারা মুহাম্মাদ আব্দুল্লাহ হাসান হুসাইনি"।
এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে: সেনেগালের মিয়মুনাতুলু এবং আলজেরিয়ার "খুলাত আযুয"। চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের "ফারিয়াহ আদেন শেখ" এবং ইরানের "যাহরা খালিলী ছামারিন"।
"শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম থেকে দশম স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে: আমিরাতের "নুর মুহাম্মাদ সুলতান আল-হামুদী", মরিতানিয়ার "মোসয়ামাদাতুল তালাবা", মিশরের নুরা আহমাদ আল-বাসিউনি, কেনিয়ার "খানসা হুসাইন আহমাদ" এবং নাইজারের "যায়নাব রিয়াহী মুসা"।
দুবাই নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১৬ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ এসকল ১০ জন প্রতিযোগীর মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয়েছে এবং ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। বিশ্বের মোট ৬৩টি দেশের প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
iqna

 

captcha