IQNA

ভারতে জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

23:39 - November 21, 2018
সংবাদ: 2607299
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১১৬ জন প্রতিযোগীর অংশগ্রহণের মাধ্যমে আগামীকাল (২২শে নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতির হাউসের তথ্য হল আগামীকাল (২২শে নভেম্বর) সকাল ১০টায় উক্ত কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরান ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ভারতে জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রাখবেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল অ্যাটাশে আলী দেহগাহী। কুরআন হেফজ ও ক্বিরাত বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১১৬ জন প্রতিযোগী একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন। এসকল প্রতিযোগীদের মধ্য ৩৬ জন হেফজ বিভাগে এবং ৮০ জন তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করবেন।
উক্ত কুরআন প্রতিযোগিতায় ভারতের ৩ জন বিচারক এবং ইরানের ২ জন বিচারক বিচারকার্য পরিচালনা করবেন। বিচারকগণ হচ্ছে হায়দ্রাবাদের নাসিরুদ্দিন, মুম্বাইয়ের মোহাম্মাদ ইমরান ও আযাদার আব্বাস খান এবং ইরানের রেজা মোহাম্মাদ পুর ও মাহদী আব্বাসী।
iqna

 

captcha