IQNA

নাইজেরিয়ার বোকো হারামের নতুন সহিংসতা

23:52 - November 28, 2018
1
সংবাদ: 2607377
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় "মাইডুগুরী" শহরের নিকটে একটি কৃষিক্ষেত্রে হামলা চালিয়ে চারজন কৃষককে হত্যা করেছে।

নাইজেরিয়ার বোকো হারামের নতুন সহিংসতাবার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীদের এই হামলা থেকে রক্ষা পাওয়া এক কৃষক বলেছেন: বোকো হারামের অন্তর্গত বেশ কয়েক জন সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চলিয়েছে। আবুবাকর শাকাভীর নেতৃত্বে এসকল সন্ত্রাসীরা জিদারী পুলু এলাকার একটি কৃষিক্ষেত্রে হামলা চালিয়ে বেশ কয়েকজন কৃষককে হত্যা করেছে। সন্ত্রাসীদের এই হামলায় এক জন গুরুত্বর আহত হয়েছেন।
এই হামলা থেকে জীবিত রক্ষা পেয়ছেন মালাউমারা নামের এক কৃষক। তিনি এ ব্যাপারে বলেন: আমরা যখন কৃষিক্ষেতে কাজ করছিলাম, তখন অনেকে কৃষিক্ষেতে প্রবেশ করেছে। এই দেখে অনেক কৃষকরা পালিয়ে যায়। কিন্তু সন্ত্রাসীরা ছয়জনকে ধরে ফেলে।
তিনি আরও বলেন: তারা আমার চোখের সামনে চারজনকে কাটারী দিয়ে হত্যা করে এবং একজনকে গুরুতর আহত করে।
বলাবাহুল্য, জঙ্গীগোষ্ঠী বোকো হারামের সদস্যরা সম্প্রতি সময়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এলাকায় কৃষক ও কাঠুরেদের উপর হামলা বৃদ্ধি করেছে। সন্ত্রাসীদের এই হামলার উদ্দেশ্য হচ্ছে এসকল এলাকা খালি করা।
গত সপ্তাহে ময়দুগুরি শহরের কাছে মমান্টি গ্রামে হামলা চালিয়ে ৯ জনকে নিহত এবং ১২ জনকে আহত করেছে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
gyvhbjxg
0
0
20
captcha