IQNA

আফগানিস্তানের বাগরামে তালেবানের রকেট হামলা

23:53 - November 28, 2018
1
সংবাদ: 2607378
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাগরাম শহরে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান রকেট হামলা চালিয়েছে।

আফগানিস্তানের বাগরামে তালেবানের রকেট হামলাবার্তা সংস্থা ইকনা: তালেবানের সদস্যরা বাগরাম শহরে ২৬শে নভেম্বরে হামলা চালানোর পর গতকাল তথা ২৭মে নভেম্বর রকেট হামলা চালিয়েছে।

পারভান  (কাবুলের ৮০ কিলোমিটার  অদূরে) প্রদেশের নিরাপত্তা বাহিনীর প্রধান জিয়াউর রহমান ফায়েজ সেয়েদখিলি বলেছেন: সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ২৬শে নভেম্বর এয়ারফিল্ডে দুটি রকেট নিক্ষেপ করেছে।     

তিনি বলেন: এই সন্ত্রাসী গোষ্ঠী বাগরামের কেলয়ে নাসরাভী গ্রাম থেকে এয়ারফিল্ডে দুটি রকেট নিক্ষেপ করে। লক্ষ্যমাত্রা পৌঁছানোর আগেই নিরাপত্তা বাহিনী দুটি রকেটকেই নস্যাৎ করেছে।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মোজাহিদ দাবী করেছে: এই হামলায় মার্কিন বাহিনী বেশ কয়েক জন সৈন্য নিহত হয়েছে এবং তাদের ঘাটির বেশ ক্ষতি হয়েছে।

গতকাল (২৭শে নভেম্বর) সকালে তালেবানের সদস্যরা বাগরামে পুনরায় রকেট হামলা চালিয়েছে। বলাবাহুল্য, বাগরাম শহরে মার্কিন সেনারা ঘাটি নির্মাণ করেছে। আফগানিস্তানের মধ্যে এই শহরে মার্কিন সেনাদের সর্ববৃহৎ ঘটি রয়েছে।

বাগরাম একটি প্রাচীন শহর, কাবুলের উত্তরে আশি কিলোমিটার এবং আফগানিস্তানের পারভান প্রদেশে এই শহরটি অবস্থিত।

iqna

 

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
rjcgfdoo
0
0
20
captcha