IQNA

ইউনেস্কোতে চীনের প্রিন্টকৃত কুরআন শরিফের পাণ্ডুলিপিসমূহের প্রদর্শন

23:44 - December 06, 2018
সংবাদ: 2607465
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে কুরআন প্রদর্শনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে চীনের প্রিন্টকৃত বেশ কয়েকটি পাণ্ডুলিপি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠনের সদর দপ্তরে (UNESCO) উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীতে চীনে প্রিন্টকৃত কুরআন শরিফের পাণ্ডুলিপিসমূহ, ভিয়েনায় নির্মিত মসজিদের লাইটসমূহ এবং রাশিয়ান ভাষায় হযরত মারিয়ামের শানে লিখিত ইরানী গালিচা দর্শনার্থীদের দেখার জন্য উপস্থাপন করা হয়েছে।  

এছাড়াও এই প্রদর্শনীতে এশিয়া থেকে চীন ও মধ্যপ্রাচ্যের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকসমূহ উপস্থাপন করা হয়েছে।

"সংস্কৃতি ডায়লগ কাউন্সিল" শিরোনামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ১৪ই ডিসেম্বর পর্যন্ত একাধারে অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছরের মার্চ মাস পর্যন্ত প্যারিসে আরব বিশ্ব ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।

ভবিষ্যতে অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদর্শনী অব্যাহত থাকবে।

iqna

captcha