IQNA

ইমাম মাহদীর যুগে শিয়াদের পরিস্থিতি

23:49 - December 08, 2018
সংবাদ: 2607486
ইমাম মাহদীর সাহায্যকারীদেরকে উন্নত চিন্তা ও কার্যগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিগত ও সামাজিক বৈশিষ্ট্যের অধিকারী এবং শারীরিক ও আত্মিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। সুতরাং যারা ইমাম মাহদীর সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) বলেন, ইমাম মাহদীকে দেখতে পাচ্ছি যে, তিনি মসজিদের কুফার মেম্বারে বসে আসেন এবং তার ৩১৩জন বিশেষ সাথী ইসলামের পতাকা নিয়ে বসে আছেন। মহান আল্লাহ তাদেরকে পৃথিবীর অধিপতি করবেন।

ইমাম বাকের (আ.) বলেছেন, «اِذا قامَ قائمُنا أَذهَبَ اللهُ عَزَّوجلّ عَن شيعَتِناَ العاهَةَ وَ جَعَلَ قُلوبَهُم كَزُبَرِ الحَديدِ وَ جَعلَ قُوّةَ الرَّجلِ مِنُهم قُوَّةَ اَربعينَ رَجُلاً.» ইমাম মাহদীর সাথীরা অতি বেশী শক্তিশালী হবেন। তারা একাই ৪০জনকে ঘায়েল করতে পারবে। তাদের সাহস অনেক বেশী হবে। তারা চাইলে পাহাড় উল্টে ফেলতে পারবে। আর মহান আল্লাহ ইমাম মাহদীর নেতৃত্বে তাদেরকে পৃথিবীর অধিপতি করবেন।

ইমাম মাহদীর প্রকৃত সাহায্যকারীদের মধ্যে এই ছয়টি গুণাবলি অবশ্যই থাকবে যথা: ১- একত্ববাদ বা এক আল্লাহর উপাসনা, ২-বিচক্ষণতা এবং দূরদর্শিতা, ৩-সাহসিকতা, ৪- ইমামের আনুগত্য, ৫- আত্মত্যাগ এবং ৬- সাদাসিধে ও সাধারণ জীবন-যাপন।

captcha