IQNA

তিউনিশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিন

21:16 - December 09, 2018
সংবাদ: 2607490
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার কারথাজ শহরের মালেক বিন আনাস বিশ্ববিদ্যালয়ে ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনের অনুষ্ঠানের শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়ায় ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল তথা ৮ম ডিসেম্বর সাড়ে ৯ টা থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিউনিশিয়ার ধর্মীয় মন্ত্রী আহমেদ আযুম বক্তৃতা পেশ করেন।

হেফজ, তাফসির এবং তারতিলের আলোকে ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনের অনুষ্ঠানে আম্মানের আহমেদ আল-সুফী, আলজেরিয়া থেকে আমির মাশারী, জর্ডানের উসা আল-আতিয়াবী এবং বাহরাইন থেকে হামাদ আল-হাশশ অংশগ্রহণ করেছেন।

তিউনিশিয়ার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের কুরআন নিরাপত্তা বিভাগের পরিচালক আহমাদ আল-সুফী বলেন: এই বছরের প্রতিযোগিতায় নতুন একটি বিভাগ বৃদ্ধি করা হয়েছে। বিভাগটি হচ্ছে তাফসির।

উল্লেখ্য, ইরান, তিউনিশিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, লিবিয়া, মিশর, জর্ডান, সৌদি আরব, সুদান, ওমান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লেবানন, ফিলিস্তিন, রাশিয়া, বাহরাইন এবং ইরাকের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

iqna

 

captcha