IQNA

উইগুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ইন্দোনেশিয়া

21:11 - December 15, 2018
সংবাদ: 2607543
আন্তর্জাতিক ডেস্ক: চীনের সরকার উইঘুরে বসবাসরত মুসলিম অধিবাসীদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে। বিশ্বের সবচেয়ে মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়া এই অত্যাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার সংসদীয় ফরেন রিলেশনস কমিশন এক বিবৃতিতে সেদেশের সরকারের নিকট চীনের জিনজিয়াং প্রদেশের পূর্ব তুর্কিস্তানীয় অঞ্চল উইঘুরের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন ও বৈষম্যের প্রতিরোধ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
ইন্দোনেশিয়ার সংসদীয় ফরেন রিলেশনস কমিশনের উপদেষ্টা সুকুমতা এ ব্যাপারে বলেন: উইঘুর মুসলিম নাগরিকদের অধিকারের লঙ্ঘন রোধে চীনের কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পরামর্শকে শক্তিশালী করার জন্য আমরা সরকারের নিকটে আহ্বান জানাচ্ছি।
এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মুসলিম দেশসমূহের নিকটে উইঘুরে সংখ্যালঘু মুসলমানদের সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বর্তামানে চীনের উইঘুরের জিনজিয়াং অঞ্চলে প্রায় ১০ লাখ মুসলমান বসবাস করছে। এসকল মুসলমানেরা চীনের কর্মকর্তাদের কর্তৃক ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্যের স্বীকার হচ্ছে।
iqna

 

captcha