IQNA

আফগানিস্তানে দায়েশের নেতা নিহত

6:48 - December 16, 2018
সংবাদ: 2607552
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছে, আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের নেতা নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মার্কিন সেনাবাহিনী গতকাল (১৫ই ডিসেম্বর) আফগানিস্তানে এক বিশেষ অপারেশন চালিয়েছে। এই অপারেশনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা নিহত হয়েছে।
আফগান সামরিক বাহিনীর পরামর্শক ও প্রশিক্ষক এবং আমেরিকান সমর্থন একটি দলের মুখপাত্র জেনারেল মার্টিন এলেন ডুনেল বলেন: মার্কিনী সেনার নঙ্গারহার প্রদেশে (আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির মধ্যে একটি) সন্ত্রাস বিরোধী এক অপারেশন চালিয়েছে। এই অপারেশনে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা নিহত হয়েছে।
এ ব্যাপারে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনির ঘোষণার কথা স্মরণ করে জেনারেল ডুনেল বলেন: এই অপারেশনে দায়েশের নেতা আবু সায়িদ ওরাকজাই নিহত হয়েছে।
নাঙ্গারহার গভর্নর এ ব্যাপারে বলেন: আবু সায়িদ ওরাকজাই আফগানিস্তানে দায়েশের চতুর্থতম নেতা। ২০১৭ সালের জুলাই মাস থেকে আফগানিস্তানে বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়েছে।
আবু সায়িদ ওরাকজাই নামে প্রসিদ্ধা সায়াদ আরহাবী এক বছর পূর্বে পাকিস্তানের ওরকজাই অঞ্চল থেকে তার ১০০ জন সঙ্গীকে নিয়ে আফগানিস্তানের নাঙ্গারহার শহরের প্রবেশ করেছে।
iqna

 

captcha