IQNA

ইসরাইলের দাবী;

ইসরাইলে হিজবুল্লাহর নতুন সুড়ঙ্গ

22:54 - December 18, 2018
সংবাদ: 2607578
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনা দাবি করেছে, ইসরাইলের সীমান্তে নতুন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। নতুন এই সুড়ঙ্গটি লেবানন থেকে হিজবুল্লাহ খনন করেছে।


বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি সেনা এক বিবৃতিতে বলেছিল, বর্তমানে সুড়ঙ্গটি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। এই সুড়ঙ্গটিও অন্যান্য সুড়ঙ্গের মত ধ্বংস করা হয়েছে।
এই বিবৃতিতে ইসরাইল উল্লেখ করছে: পরিকল্পনা অনুযায়ী ইসরাইলের সেনাবাহিনী সুড়ঙ্গের অভ্যন্তরে অনুসন্ধান অভিযানের পাশাপাশি অন্যান্য রুটে অপারেশন চালিয়েছে।
ইসরাইলি সেনারা সুড়ঙ্গ খননের জন্য লেবাননের সরকারকে দায়ী করে বলেছে: এই কাজর মাধ্যমে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন 1701'কে লঙ্ঘন করেছে।
বিবৃতিতে ইসরাইল আরও উল্লেখ করেছে, "নর্দার্ন শিল্ড" অপারেশনের পর এই নিয়ে মোট চারটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। এর পূর্বেও হিজবুল্লাহর তিনটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, ইসরাইলি সেনারা ৪র্থ ডিসেম্বর থেকে "নর্দার্ন শিল্ড" নামক অপারেশন শুরু করেছে। এই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে দখলদার ইসরাইলের মধ্যে হিজবুল্লাহ খনন করা বিভিন্ন টানেল ধ্বংস করা।
ইসরাইল দাবী করেছে, তাদের সীমান্ত এবং লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ খনন করা টানেলের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোন মন্তব্য প্রকাশ হয়নি।
iqna

 

captcha