IQNA

মিশরের মুফতি

পবিত্র কুরআনের জন্য আরবি ভাষার গুরুত্ব

23:37 - December 18, 2018
সংবাদ: 2607583
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মুফতি "শুক্বী আলাম" বিশ্ব আরবি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বলেন: "পবিত্র কুরআনের জন্য আরবি ভাষার গুরুত্ব রয়েছে।"

পবিত্র কুরআনের জন্য আরবি ভাষার গুরুত্ববার্তা সংস্থা ইকনা: বিশ্ব আরবি দিবস উপলক্ষে আজ (১৮ই ডিসেম্বর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মিশরের মুফতি "শুক্বী আলাম" বলেন: আরবি ভাষা রক্ষা করা এবং এটি শক্তিশালী করা একটি জাতীয় অপরিহার্য দায়িত্ব।
তিনি আরও বলেন: আরবি বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি। আরবি ভাষার গুরুত্বের অন্যতম কারণ হচ্ছে যে, এই ভাষায় পবিত্র কুরআন নাযিল হয়েছে এবং এই ভাষা পবিত্র কুরআন বোঝার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে।
উল্লেখ্য, প্রতি বছর ১৮ই ডিসেম্বর বিশ্ব আরবি দিবস পালন হয়। ১৮৭৩ সালের ১৮ই ডিসেম্বরে জাতিসংঘ আরবি ভাষাকে এই সংগঠনের ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
iqna

 

captcha