IQNA

ইরাকে সন্ত্রাসীদের অভিযান নস্যাৎ

21:51 - January 06, 2019
সংবাদ: 2607691
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামরিক গোয়েন্দা বিভাগ ঘোষণা করেছে, সন্ত্রাসীরা আল-আনবার প্রদেশের "হিথ" অঞ্চলে একটি গাড়ি বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু সামরিক বাহিনীর চেষ্টায় সন্ত্রাসীদের এই হামলার পরিকল্পনা নস্যাৎ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সায়দ মাযহার আর-আলাক গতকাল (৫ম জানুয়ারি) ঘোষণা করেছেন: ইরাকি সেনাবাহিনীর ২9 তম পদাতিক ডিভিশনের সহযোগিতা তথ্য অফিসের সপ্তম ইউনিট এক বিশেষ অপারেশন চালিয়ে সন্ত্রাসীদের গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনা নস্যাৎ করেছে।
তিনি বলেন: সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর জন্য এই গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বোঝায় করেছে।
জেনারেল সায়দ মাযহার বলেন: নিরাপত্তা বাহিনীরা আল-আনবার প্রদেশের প্রবেশ পথ বন্ধ করে সন্ত্রাসীদের শহরের ভিতরে যেতে বাধা প্রয়োগ করেছে। ইরাকের সামরিক গোয়েন্দা বিভাগের সদস্যরা কোন ক্ষতি ছাড়াই গাড়িটি ফাকা স্থানে বিস্ফোরণ ঘটিয়েছে।
এছাড়াও ইরাকী গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে সেদেশের সালাহউদ্দিন প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অস্ত্র ও গোলাবারুদের একটি গুদামের সন্ধান পেয়ে সেটি জব্দ করেছে বলে জানিয়েছ।
iqna

 

captcha