IQNA

মৌরিতানীয়ার লাইব্রেরীতে হস্তলিখিত কুরআনের তাফসির

21:26 - January 07, 2019
সংবাদ: 2607699
আন্তর্জাতিক ডেস্ক: মৌরিতানীয়ার ভ্যালিটা শহরের লাইব্রেরীতে ২৫ হাজার হস্তলিখিত ও প্রাচীন গ্রন্থ রয়েছে। এসকল গ্রন্থের মধ্যে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে কুরআনের তাফসির, যা পঞ্চম হিজরিতে লেখা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মৌরিতানিয়ার রাজধানী নোয়াকশুটের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভ্যালিটা শহরের অবস্থান। এই শহরের লাইব্রেরিতে যেসকল প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে সেগুলো এই মরুভূমি শহরের ইতিহাস ও সভ্যতাকে বর্ণনা করে।
এই লাইব্রেরিটি লাল রঙ্গে রঞ্জিত করা হয়েছে। এই বিশেষ রঙটি প্রাচীন এই শহরের ঐতিহ্য। এই লাইব্রেরীর একটি অংশে ইসলামিক গ্রন্থ রয়েছে।
উক্ত লাইব্রেরিটি মৌরিতানিয়ার হস্তলিখিত পাণ্ডুলিপির মালিক এবং স্প্যানিশ আরবি সেন্টারের সহযোগিতায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
মৌরিতানীয়ার ভ্যালিটা শহরের লাইব্রেরীতে ২৫ হাজার হস্তলিখিত ও প্রাচীন গ্রন্থ রয়েছে। এসকল গ্রন্থের মধ্যে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে কুরআনের তাফসির, যা পঞ্চম হিজরিতে লেখা হয়েছে। বর্তমানে ভ্যালিটা শহরের লাইব্রেরীটি বিশ্বব্যাপী গবেষকদের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে প্রসিদ্ধ হয়েছে।
iqna

 

captcha