IQNA

তাবারিজ থেকে সারাজেভো পর্যন্ত শিয়া স্থপতির স্মৃতি + ভিডিও

15:52 - January 08, 2019
সংবাদ: 2607704
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তাবরিজির শহরের প্রসিদ্ধ স্থপতি "আসির আলী তাবরিজী" চালদারান যুদ্ধে অটোমানের সৈনিকের হাতে বন্দী হয়। তখন থেকে তিনি তুরস্কের ইস্তাম্বুলেসহ অটোমানের অন্যান্য শহর থেকে বালকান উপদ্বীপে বেশ কয়েকটি ঐতিহাসিক কাজ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: চালদারান যুদ্ধের সময় অটোমানের সৈনিকরা তাবরিজ শহর দখল করেছিল। তারা বিজয়ী হওয়ার পর তারবিজ শহরের অনেক শিল্পী এবং কারিগরকে বন্দী করেছিল।
এসকল বন্দীদের মধ্যে আসির আলী আকবার নামের একজন সভ্যতা নির্মাণকারীর আবির্ভূত হয়েছিল। তিনি "আজম আলিসি" এবং "খাসা মেয়মার বশি" নামে পরিচিত লাভ করেছে।
তিনি তুরস্কের ইস্তানবুলসহ অটোমানের অন্যান্য শহর থেকে বালকান উপদ্বীপে বেশ কয়েকটি ঐতিহাসিক কাজ করেছেন। এসকল ঐতিহাসিক কাজের মধ্যে ইসলামী আর্ট মিউজিয়ামের প্রাসাদ, খসরুবেইক সারাইউ মসজিদ, বুলগেরিয়ার সেইফ উদ্দিন মসজিদ, ইস্তানবুলের টপকাপি প্রাসাদের একাংশ রয়েছে।
তিনি চতুরতার সঙ্গে কাজ করার মাধ্যমে তার বিশ্বাস (শিয়া মাযহাব) এবং আহলে বয়েতের (আ.) নাম তার শিল্পের সীলমোহরের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
প্রসিদ্ধ স্থপতি আসির আলী তাবরিজি ১৫৯ সালে ইস্তাম্বুলে ইন্তেকাল করেন।
iqna

captcha