IQNA

সুইডেনে হযরত যয়নাব (সা. আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে মাহফিল

22:48 - January 09, 2019
সংবাদ: 2607717
আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল (১০ম জানুয়ারি) হযরত যয়নাব (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সুইডেন রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামী কেন্দ্রের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী কাল (১০ম জানুয়ারি) মহিয়সী নারী হযরত যয়নাব (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী। এই মহিয়সী নারীর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত সেন্টারে উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে। স্টকহোমের আলী (আ.) ইসলামী কেন্দ্রের মুসাল্লায়ে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় ১৯টায় এই মাহফিল শুরু হবে। আহলে বায়েত (আ.)এর সকল অনুরাগীদের এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
উক্ত অনুষ্ঠান কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে এবং পরবর্তীতে জিয়ারতে আশুরা, দোয়া কুমাইল, কবিতা, মর্সিয়া, বক্তৃতা এবং প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আমিরুল মু'মিনিন আলী (আ.) ও খাতুনে জান্নাত ফাতেমা যাহরার (সা. আ.) সুযোগ্য কন্যা হযরত জয়নাব (সা. আ.); এ মহীয়সী নারী আকিলাতুল বানী হাশিম নামে প্রসিদ্ধ। অর্থাৎ বনি হাশিমের সর্বাধিক জ্ঞানী নারী।
ষষ্ঠ হিজরির ৫ই জমাদিউল আউয়াল ইসলামের ইতিহাসে এক বরকতময় দিন; কেননা এদিন জন্মগ্রহণ করেন রাসূলের (সা.) নাতী ও ইতিহাসের বাগ্মী নারী হযরত জয়নাব (সা. আ.)। তিনি ছিলেন হযরত আলী (আ.) এবং হযরত ফাতেমা (সা. আ.) এর তৃতীয় সন্তান। বিশ্বনবী (সা) মহান আল্লাহর নির্দেশে তার নাম রাখেন জায়নাব তথা পিতার অলঙ্কার। ইমাম হাসান ও হুসাইন (আলাইহিমুসসালাম) -এর ছোট বোন জয়নাব অনন্য ত্যাগ-তিতিক্ষা, খোদাভীতি, জ্ঞান, ধৈর্য, সাহস ও বাগ্মীতার জন্য খ্যাত ছিলেন। অসাধারণ জ্ঞানের জন্য তাঁকে বলা হত বনি হাশিমের আকিলা বা জ্ঞানী।
iqna

 

captcha