IQNA

মিশরে নিরক্ষরতা হ্রাস করতে কুরআনিক স্কুল চালু

23:07 - January 10, 2019
সংবাদ: 2607721
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রণালয় ঘোষণা করেছে, নিরক্ষরতার মোকাবেলা করার জন্য কুরআনিক স্কুলসমূহ সক্রিয় করা হবে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের আওকাফ মন্ত্রণালয় ইতিমধ্যে সেদেশের প্রাপ্তবয়স্কদের শিক্ষা ও নিরক্ষরতা মোকাবেলা বিষয়ক সাধারণ অধিদপ্তরের সাথে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে। এই চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে, মিশরের সকল মসজিদের পেশ ইমাম নিরক্ষরতা দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে। তবে এটি বর্ধিত করা যাবে। মিশরে নিরক্ষরতা দূরীকরণ প্রকল্প বাস্তবায়ন করতে ৩ থেকে ৬ মাস সময় লাগবে। এই কোর্সের সমস্ত প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হবে। কোর্স শেষে উত্তীর্ণদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
নিরক্ষরতা দূরীকরণ প্রকল্পের ক্লাসে অংশগ্রহণকারীরা তাদের পছন্দ অনুযায়ী ক্লাসে (স্থান এবং সময়) অংশগ্রহণ করতে পারবেন।
iqna

 

captcha