IQNA

বুর্কিনা ফাসোবুরকিনা ফাসোয় জিহাদিদের হামলায় নিহত ১২

21:01 - January 13, 2019
সংবাদ: 2607733
আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার জিহাদিদের এক হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জঙ্গি সহিংসতা দমনে দেশটির লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই এ হামলা চালানো হয়। শুক্রবার কর্মকর্তারা একথা জানান।

বার্তা সংস্থা ইকনা: পশ্চিম আফ্রিকার এ দেশ গত বছরের শেষের দিকে অনেক প্রদেশে জরুরি অবস্থা জারি এবং বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানকে বরখাস্ত করে।

শুক্রবার রাতে নিরাপত্তা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ সহিংসতায় বন্দুকধারীরা দিনের বেলায় গ্রামের একটি বাজারে হামলা চালায়।

এতে বলা হয়, 'সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি গাসেলিকি গ্রামে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১২ জন নিহত ও দু’জন ৩৩৩হয়।' বিবৃতিতে আরো বলা হয়, এ সময় একটি গাড়ি ও ছয়টি দোকান জ্বালিয়ে দেয়া হয়।

স্থানীয় এক সূত্র এএফপি’কে বলেছে, হামলাকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালায় এবং সাপ্তাহিক এ বাজারে আসা লোকজনের ওপর গুলিবর্ষণ করে।

উল্লেখ্য, ২০১৫ সালে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিরা হামলা শুরু করে। পরে তাদের এ হামলা টোগো ও বেনিন সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে।
iqna

captcha