IQNA

আমেরিকায় প্রেসটিভির নারী সাংবাদিক আটক

19:16 - January 16, 2019
সংবাদ: 2607743
আন্তর্জতিক ডেস্ক: মার্কিন পুলিশ বিনা কারণে ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভির সাংবাদিক এবং সঞ্চালক মারজিয়া হাশেমিকে আটক করেছে। কারাগারে তাকে হালাল খাবারও দেয়া হচ্ছে না।

বার্তা সংস্থা ইকনা: হাশেমির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে সেন্ট লুইসে আটক করা হয়। পরে তাকে ওয়াশিংটন ডিসির হাজতে পাঠানো হয়েছে।

আমেরিকায় জন্মগ্রহণকারী সাংবাদিক এবং সঞ্চালক হাশেমি অসুস্থ ভাইসহ অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করার জন্য দেশটি সফর করছিলেন। রোববার তাকে সেন্ট লুইস ল্যাম্ববার্ট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করা হয়। বর্তমানে তাকে মার্কিন অভ্যন্তরীণ আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই পরিচালিত একটি বন্দি শিবিরে রাখা হয়েছে। আটকের পর ৪৮ ঘণ্টা পর্যন্ত তার কোনো খোঁজ পাননি তার স্বজনরা। আটক অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে বলপূর্বক হিজাব ব্যবহার করতে দেয়া হচ্ছে না এবং তার সঙ্গে সাধারণ অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।

আটক হাশেমিকে হালাল বা নিরামিষ জাতীয় খাবার দেয়া হচ্ছে না। তাকে কেবল শুকনা রুটি খেয়ে থাকতে হচ্ছে।

iqna

captcha