IQNA

তারা আল্লাহর যিকিরের মাধ্যমে দিবা রাত্রি অতিবাহিত করে

21:37 - January 23, 2019
সংবাদ: 2607778
ইমাম মাহদীর অনুসারীরা তাদের ইমামদের থেকে আদর্শ গ্রহণ করেছেন এবং তারা দিবারাত্রি আল্লাহর ইবাদতে বন্দেগী এবং যিকিরে মশগুল থাকেন। তারা যখন রাতে ইবাদত করেন তখন আল্লাহর ভয়ে সন্তান হারা মায়ের মত ক্রন্দন করতে থাকে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাম মাহদী(আ.) চান তার অনুসারীরা সব দিক থেকে আদর্শ একজন মুসলমান হোক। তারা আখলাক চরিত্র, ইবাদত বন্দেগী, এখলাস ও নিষ্ঠা, ত্যাগ, শয়তানের ধোকা থেকে দূরে থাকা ইত্যাদি বিষয়ে খাটি মুসলমানের পরিচয় দিক। তাহলে তিনি নিজেই তাদের সাক্ষাতে আসবেন।

দ্বীন ইসলামের সকল বিধান পালন করা, সত কাজ করা এবং মানুষের উপকার করার প্রতি আল্লাহ ও তার রাসূলগণ নির্দেশ দিয়েছেন। ইমাম মাহদী(আ.) তাদের প্রতিনিধি হিসাবে আমাদেরকে একই নির্দেশ দান করেছেন।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) ইমাম মাহদীর সৈনিকদের সম্পর্কে বলেছেন: তারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে খুবই দায়িত্বশীল। তারা রাত জেগে ইবাদত করে এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করে।

ইমাম আলীও বলেছেন: তারা গভীর রাতে আল্লাহর ভয়ে এমনভাবে ক্রন্দন করে যেভাবে কোন মায়ের ছেলে মারা গেলে ক্রন্দন করে।

captcha