IQNA

কুরআন হেফজ করে রেকর্ড করলেন ইরাকের এক নারী

6:25 - February 05, 2019
সংবাদ: 2607872
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাসরা প্রদেশের ৯০ বছরের বৃদ্ধা “হামাদিয়া জায়ায মুসা” কুরআন হেফজ করে রেকর্ড করেছেন।

বার্তা সংস্থা ইকনা: বাসরার দক্ষিণে আল-মুদাইনা অঞ্চলে ১৯২৯ সালে হামাদিয়া জায়ায মুসা জন্মগ্রহণ করেন।

৯০  বছর বয়সে কুরআন করে তিনি প্রমাণ করলেন, মানুষের জীবনে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। ৬ বছর চেষ্টা করতে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। এত বয়সে তিনি সকল কষ্টকে অতিক্রম করে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করে রেকর্ড করেছেন।

কুরআন হেফজ করার জন্য ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে “পবিত্র কুরআনের এক হাজার হাফেজ এবং প্রশিক্ষণ” প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি এই প্রকল্পে একজন সফল হাফেজ। “পবিত্র কুরআনের এক হাজার হাফেজ এবং প্রশিক্ষণ” প্রকল্পের ক্লাসে নিয়মিত উপস্থিত হয়ে তিনি ৯০ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, ইমাম হুসাইন (আ.)এর মাযারের আওতাধীন দারুল কুরআনের প্রতিষ্ঠান প্রথম থেকেই কুরআন হেফজের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেছে। এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে “এক হাজার হাফেজ” প্রকল্পটি বাস্তবায়ন করা। এ পর্যন্ত ইরাকের বিভিন্ন শহরের জনগণ এই প্রকল্পে অংশগ্রহণ করে ৪৬০০ জন নরী ও পুরুষ কুরআনের হাফেজ হয়েছেন। iqna

 

  

captcha