IQNA

23:48 - February 09, 2019
সংবাদ: 2607905
আন্তর্জাতিক ডেস্ক: এথেন্সের মসজিদের উদ্বোধনের তারিখ বেশ কয়েকবার স্থগিত হওয়ার পর গ্রীকের কর্তৃপক্ষ অঙ্গীকার করেছে, আগামী এপ্রিল মাসের মধ্যে মসজিদটি উদ্বোধন করা হবে।

এপ্রিল মাসের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে এথেন্সের মসজিদ

বার্তা সংস্থা ইকনা: গ্রীকের ধর্ম মন্ত্রী জর্জ ক্যালান্টজিস স্থানীয় সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে বলেন: মসজিদটি উদ্বোধন হলে মুসলমানেরা প্রতি শুক্রবার এই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবে। এছাড়াও প্রতি রবিবার ও বুধবার জামাত সহকারে নামাজ আদায় করতে পারবে।
তিনি বলেন: মুসলমান হিসেবে যাদের পরিচিতি রয়েছে অথবা মুসলিম হওয়ার বৈধ দলিল রয়েছে, শুধুমাত্র তারাই এই মসজিদে নামাজ আদায় করতে পারবে।
তিনি আরও বলেন: মসজিদে ইংরেজি অথবা গ্রীক ভাষায় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হবে। আমরা এ বিষয়ে অতি আগ্রহী রয়েছি যে, নামাজ এবং নামাজের খুতবাসমূহ যা আরবিতে প্রদান করা হয়, সেগুলো যেন আন্তর্জাতিক ভাষা অর্থাৎ ইংরেজি অথবা গ্রিক ভাষায় প্রদান করা হয়। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: