IQNA

আবু বাকর আল বাগদাদী সিরিয়ায় নেই

22:34 - February 10, 2019
সংবাদ: 2607912
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার কাসাদ বাহিনী ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ ঘটি অবরোধ করে রাখা হয়েছে। এই ঘাটিতে দায়েশের ৬০০ সন্ত্রাসী রয়েছে। তবে এরমধ্যে দায়েশের নেতা আবু বকর আল বাগদাদী নেই।

কাবার্তা সংস্থা ইকনা: সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনী “কাসাদ”-এর মিডিয়া বিভাগের কর্মকর্তা মুস্তাফা বায়ালী ঘোষণা করেছেন: সিরিয়ার বাঘোজ গ্রামে এখন পর্যন্ত দায়েশের ৬০০ সদস্য উপস্থিত রয়েছে। এরা সকলেই দায়েশের বিদেশী ভাড়াটে জঙ্গি সদস্য।
তিনি আরও বলেন: কাসাদের অবরোধকৃত এলাকায় দায়েশের নেতা আবু বকর আল বাগদাদী নেই। ধারণা করা হচ্ছে দায়েশের এই নেতা সিরিয়ায় নেই।
উল্লেখ্য, সম্প্রতি কুর্দি বাহিনী সিরিয়ার ফুরাত নদীর পূর্বদিকে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। এই অভিযানে তাদের বেশ অগ্রগতি হয়েছে। অভিযান চালিয়ে তারা ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী বাঘোজা গ্রাম অবরোধ করতে সক্ষম হয়েছে। iqna


captcha