IQNA

মাইন ও বিস্ফোরক সনাক্তকরণ সংস্থা ঘোষণা করেছে:

দায়েশের পুতে রাখা মাইনগুলো নস্যাৎ করতে ৮ বছর সময় লাগবে

23:46 - February 10, 2019
সংবাদ: 2607917
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মাইন ও বিস্ফোরক সনাক্তকরণ সংস্থা ঘোষণা করেছে: ইরাকের বিভিন্ন স্থানে দায়েশের পুতে রাখা মাইনগুলো নস্যাৎ করতে ৮ বছর সময় লাগবে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের মাইন ও বিস্ফোরক সনাক্তকরণ সংস্থা গুরুত্বারোপ করে বলেছে: ইরাকের যে সকল স্থান তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ দখল করে রেখেছিল, সেখান থেকে মাইন ও বিস্ফোরক দ্রব্যসমূহ নস্যাৎ করা হচ্ছে। এই বিস্ফোরক দ্রব্যসমূহ নস্যাৎ করা অনেক কষ্টসাধ্য কাজ।
এই সংস্থার ঘোষণা অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে দায়েশের হামলায় ৫৮ লাখের অধিক জনগণ বাস্তুচ্যুত হয়েছে। ইরাকের বিভিন্ন অঞ্চলে মাটিতে পুতে রাখা মাইনের কারণে এসকল বাস্তুচ্যুত ব্যক্তিরা তাদের বসবাসের স্থানে ফিরে যেতে পারছে না।
মাইন ও বিস্ফোরক সনাক্তকরণ সংস্থা আরও ঘোষণা করেছে: দায়েশের পুতে রাখা বোমাসমূহ নস্যাৎ করতে ২৬৫ মিলিয়ন ডলার ব্যয় হবে। এসকল বোমা নস্যাৎ করা সম্ভব। তবে ৮ বছর সময় লাগবে। iqna

 

captcha