IQNA

দৈনিক ৬ হাজার মানুষ পবিত্র কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি পরিদর্শন করছে

20:31 - February 12, 2019
সংবাদ: 2607925
আন্তর্জাতিক ডেস্ক: চীনের ছিংহাই প্রদেশে পবিত্র কুরআনের প্রাচীনতম ও হস্তলিখিত পাণ্ডুলিপি পরিদর্শন করা হচ্ছে। উক্ত পাণ্ডুলিপিটি এক পলক দেখার জন্য দৈনিক ৬ হাজার মানুষ সংস্কৃতি ও পর্যটন গ্যালারীতে উপস্থিত হচ্ছেন।

বার্তা সংস্থা ইকনা: চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশের কর্মকর্তা ঘোষণা করেছে: এই দেশে লিখিত পবিত্র কুরআনের প্রাচীনতম হস্তলিখিত পাণ্ডুলিপিটি প্রথমবারের মতো দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পবিত্র কুরআনের প্রাচীনতম হস্তলিখিত পাণ্ডুলিপিটি পরিদর্শনের জন্য প্রতিদিন প্রায় ৬ হাজার সংস্কৃতি ও পর্যটন গ্যালারীতে উপস্থিত হচ্ছেন।

সংস্কৃতি ও পর্যটন বিভাগের কর্মকর্তা বলেন: উক্ত প্রদর্শনী ২৬শে জানুয়ারি শুরু হয়েছে এবং একাধারে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাচীন ও ঐতিহাসিক পাণ্ডুলিপিটি দেখার জন্য ছিংহাই ও গানসু প্রদেশর সীমান্তবর্তী শীনিংগ শহরে অধিকাংশ জনগণ সংস্কৃতি ও পর্যটন গ্যালারীতে উপস্থিত হচ্ছেন।

হস্তলিখিত এই পাণ্ডুলিপিটি ১৫ পারা করে দুইটি খণ্ডে বিভক্ত করা রয়েছে। পাণ্ডুলিপিটির মোট পৃষ্ঠা সংখ্যা ৮৬৭। ধারণা করা হচ্ছে এটি ১১০০ থেকে ১৩০০ খ্রিষ্টাব্দে লেখা হয়েছে। iqna

দৈনিক ৬ হাজার মানুষ পবিত্র কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি পরিদর্শন করছে

captcha